স্বপ্ননগরে ফ্রি চক্ষু ক্যাম্প 💠

🔶 আজ ০৫ ই মে ২০২৪ রোজ শনিবার সকাল ৯.০০ টা থেকে বিকাল ৩.০০ টা পর্যন্ত স্বপ্ননগর আবাসিক এলাকায় কেন্দ্রীয় কমিউনিটি ভবনে অনুষ্ঠিত হল ফ্রি চক্ষু ক্যাম্প।
🔷 চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন কিংস্টন হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান মেজর আব্দুস সালাম সরকার (অব:)। সমাপনী বক্তব্য প্রদান করেন স্বপ্ননগর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব মোঃ নুরুন নবী তালুকদার।
🔷 অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিংস্টন হাসপাতালের পরিচালক (অপারেশন) , ব্রিগেডিয়ার জেনারেল আনিসুর রহমান (অব:),,,,পরিচালক (প্রশাসন) , ইঞ্জিনিয়ার মো: শফিউল্লাহ । স্বপ্ননগর আবাসিক এলাকার কেন্দ্র কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাদী মিজান আল হোসেন, দপ্তর, তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ বজলুর রহমান, পরিষেবা বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ আনিসুর রহমান ও অন্যান্য ব্যক্তিবর্গ।
ক্যাম্পে আগত প্রায় দুই শতাধিক চোখের রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
অ্যাপয়েন্টমেন্ট অথবা যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৯৫২-৯৮৯৮৬৬, ০১৯৫২-৯৮৯৮৭৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

House: 51-54, Road: 1 & 2, Block-D, Shahidbag, Mirpur-12, (in front of Pallabi police station)

Call Us Now at

Call Us Now at

01952989866

Email Us at

Email Us at

kingstonhospital.bd@gmail.com

Book Online

Book Online

Appointment Now