EPI Vaccine

টাইফয়েড ভ্যাকসিন

টাইফয়েড টিকা কিংস্টন হাসপাতালে এখন সরকারি ব্যবস্থাপনায়!

শীঘ্রই শুরু হচ্ছে EPI-এর অধীনে টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম। কিংস্টন হাসপাতালে মাসের প্রথম ও তৃতীয় শনিবারে ভ্যাকসিনেশন সেন্টারে এই টিকা দেয়া হবে।

৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের ১ ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে — একদম বিনামূল্যে!

অন্তর্ভুক্ত থাকছে –
প্লে গ্রুপ থেকে নবম শ্রেণি পর্যন্ত স্কুলের ছাত্র-ছাত্রীরা।

টাইফয়েড টিকা কেন জরুরি?
টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ। এই টিকা আপনার শিশুকে টাইফয়েড জ্বর থেকে নিরাপদ রাখে।

টিকা নিতে যা দরকার:
১৭-ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ (না থাকলে এখনই করে ফেলুন)
EPI ক্যাম্পেইনের সময় ঘোষণার পর আপনার এলাকার EPI (Expanded Programme on Immunization) সেন্টারে যান
সঙ্গে নিন শিশুকে ও জন্মনিবন্ধনের সনদ

রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন:

https://vaxepi.gov.bd

আগে যারা HPV টিকার সময় নিবন্ধন করেছেন, তাদের নতুনভাবে রেজিস্ট্রেশন করার দরকার নেই।
শুধু লগইন করে টাইফয়েড টিকার জন্য রেজিস্টার করলেই হবে।

মোবাইল নম্বর ভুলে গেলে “Forget Mobile Number” অপশন ব্যবহার করুন।

যারা এখনো রেজিস্ট্রেশন করেননি –
প্রথমে অ্যাকাউন্ট তৈরি করুন
এরপর টাইফয়েড টিকার জন্য রেজিস্ট্রেশন করুন
সঠিক তথ্য জেনে, সময়মতো প্রস্তুতি নিন।
আমাদের শিশুদের সুস্থ ভবিষ্যতের জন্য একসাথে এগিয়ে আসুন।

a person in a red shirt and white gloves